
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সারাদেশে নির্বচনের শীতল হাওয়া বইছে। সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশ বিরোধী একটি দল বুঝে গেছে ভোটযুদ্ধে তারা বিএনপিকে মোকাবিলা করতে পারবে না। তাই তারা এখন ষড়যন্ত্রে নেমেছে কিভাবে নির্বাচন বিলম্বিত করা যায়। বিএনপির প্রতিটি নেতাকর্মী ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, কৃষিখাতের উন্নয়েনর মাধ্যামে বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলা হবে।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগর পুলের সামনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর মিয়াখান নগর পুল থেকে শুরু করে বাদমতলী, ময়দার মিলের মোড়, বাদিয়ার টেক, ইসহাকের পুল এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন।
তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে। দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে জনগণের পাশে ছিল ও থাকবে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল, জনগনও বিএনপির প্রতি আস্থা রাখে বলেই, বিএনপি গণমানুষের দলে পরিনত হয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দিয়ে তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই নতুন বাংলাদেশে সামজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি আপনাদের সহযোগীতা চায়, আপনারা ধানের শীষে আস্থা রাখুন। আমরা আপনাদের সেবক হিসাবে কাজ করবো।
গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী আসু, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, ১৯ নং দক্ষিন বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খাঁন, সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, মহানগর যুবদলের সাবেক গন শিক্ষা সম্পাদক জসিম উদ্দিন, বাকলিয়া থানা যুবদল নেতা সানাউল কাদের চৌধুরী সানি, জাকির হোসেন, মো. খলিল, ওয়ার্ড যুবদল নেতা মো. শরীফ, মো. জসিম, মো.পারভেজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল সওদাগর, সদস্য সচিব শামীম আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদ, দেলোয়ার হোসেন, মহরম আলী, মো.জুনায়েদ, মো. শাকিল, মো. কালাম, শ্রমিক দল নেতা মো. বারেক, মো. বিল্লাল, মো. মিনহাজ, মো. দুলাল, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রনি, মো. রাজু, মো. বিজয়, মো. রুবেল, মো. হৃদয় প্রমূখ।







