বিচারকদের আল্টিমেটাম: ২ দাবি না মানলে রোববার থেকে কলমবিরতি

বিচারকদের আল্টিমেটাম: ২ দাবি না মানলে রোববার থেকে কলমবিরতি

দেশের বিচার বিভাগের নিরাপত্তা এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ মোট দুই দফা দাবি জানিয়েছে তারা।

এই দাবিগুলো পূরণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে কলমবিরতি (কাজ থেকে বিরত থাকা) কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন বিচারকরা।

দাবিগুলো হলো শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং দুটি প্রধান দাবি তুলে ধরা হয়:
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

১. নিরাপত্তা নিশ্চিতকরণ: দেশের সব আদালতে কর্মরত বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী (সিকিউরিটি এসকর্ট) নিযুক্ত করতে হবে। ২. রাজশাহীর ঘটনায় ব্যবস্থা: রাজশাহীর সাম্প্রতিক একটি ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসাথে, গ্রেপ্তার হওয়া আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

নিরাপত্তাহীনতায় বিচার বিভাগ
বিবৃতিতে বিচারকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অ্যাসোসিয়েশন আরও জানায়, বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট থেকে বারবার সরকারের কাছে চিঠি দেওয়া হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

গুরুত্বপূর্ণ উদ্বেগসমূহ:

দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতের দাবি উপেক্ষিত।

জেলা পর্যায়ের সব বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই।

বিশেষ করে চৌকি আদালতে কর্মরত বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়। এমনকি তাদের রিকশা-ভ্যান কিংবা হেঁটে কর্মস্থলে যাতায়াত করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কর্মসূচি ও পরবর্তী পদক্ষেপ: বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে, রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে কলমবিরতি কর্মসূচি পালন করা হবে। কলমবিরতির পাশাপাশি ওই দিন দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ পরিধান করবেন বলেও জানানো হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email