চট্টগ্রামে ৩ দিনব্যাপী লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্সের উদ্বোধন

চট্টগ্রামে ৩ দিনব্যাপী লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্সের উদ্বোধন

দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্স চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সকালে চট্টগ্রাম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফেটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ভবনে কোর্সের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী, বিসিবি’র গেইম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড অব অপারেশন্স কাজি হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম ভেন্যুর ম্যানেজার সাবেক খেলোয়াড় ফজলে বারী খান রুবেল।

তিন দিনব্যাপী এই কোচিং কোর্সে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে আসা ৩০জন সম্ভাবনাময় ও নিবেদিতপ্রাণ কোচেরা। বিসিবি’র লেভেল-৩ প্রশিক্ষক গোলাম ফারুক চৌধুরী সুরু, ওয়াহিদুল গনি, নাছির উদ্দিন ফারুক, ইমদাদুল হক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার কোর্সটি পরিচালনা করবেন এবং আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, এই আঞ্চলিক উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ক্রিকেট প্রতিভা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

কোর্সের উদ্যোগ গ্রহনকারী বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরী বলেন, এই কোর্সের মাধ্যমে ক্রিকেট বিকেন্দ্রিকরণ এবং তৃণমুল ক্রিকেটকে শক্তিশালী করার একটি পদক্ষেপ গৃহীত হয়েছে। কোর্সটি আয়োজন এবং পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email