বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজি কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিএনপির দুর্দিনের কাণ্ডারী এবং বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে তাঁর অসামান্য অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।
তিনি শনিবার (১৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে বেগম রোজী কবিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার কর্মময় রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আত্মার মাগফেরাত কামনা করেন এবং আন্দোলন সংগ্রামে মরহুমার অবদান তুলে ধরেন।
দোয়া মাহফিলে বেগম রোজী কবিরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যু বরণকারী নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর ইসরাফিল খসরু মসজিদ সংলগ্ন কবরস্থানে বেগম রোজি কবিরের কবর জিয়ারত করেন এবং সেখানে ফুলেল শ্রদ্ধা জানান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে এতিম খানায় খাদ্য বিতরণ করা হয়। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি, ইপিজেড থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব এলাহী, মহানগর বিএনপির সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, মরহুমা রোজী কবিরের বড় ছেলে ইয়াছিন মাবুদ, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাদ বারেক, সহ সভাপতি আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. শরিফ, মো. ইমরান, যুবদল নেতা মো. রিয়াদ, মো. সোহেল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুপ সুমন, ছাত্রদলের মো. শাহেদ, আকিব জাবেদ, চালক দলের নুর উদ্দিন মুন্না, কৃষক দলের শাহেদ আলী প্রমুখ।