জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগ করেছেন। নিজের ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এ এম জেড শাহরিয়ার জুইন।
তিনি বলেন, ঐশী জামান শুক্রবার ফেসবুকে পদত্যাগের একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি।
ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে ঐশী জামান লিখেছেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।
ঐশী জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যস্ততার কারণে লিখিতপত্র জমা দেওয়া হয়নি। তবে দ্রুতই জমা দিব।