
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা হবে সর্বোচ্চ গ্রহণযোগ্য ও দায়িত্বশীল। তিনি বলেন, এই নির্বাচনকে অতীতের ভুল শুধরে জনমনে আস্থা ফেরানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আইজিপি জানান, নির্বাচনের আগে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে মাঠে থাকা প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। “আগের মতো অযথা কাউকে হয়রানি না করে আইন-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য। ক্রসফায়ার বা নাটকীয় ভয় সৃষ্টি করা দূর্বল প্রশাসনের কাজ, আমরা তা করতে চাই না”—উল্লেখ করেন তিনি।
আইজিপি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যে ২১ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের প্রক্রিয়া চলছে। বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। জানুয়ারিতে এ বিষয় প্রকাশ করা হবে।
বিকেল ৩টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলি হায়দার এবং জেলা পুলিশ ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।







