
চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসন বুড়িশ্চর ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন কে সমর্থন জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার হাটহাজারীর বুড়িশ্চরে স্থানীয় মহিলাদল এই মতবিনিময় সভার আয়োজন করে। মহিলাদলের নেতাকর্মী, স্কুল ও মাদ্রাসা শিক্ষিকা, নারী উদ্যোক্তা, স্থানীয় নারী উন্নয়ন কর্মী, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীসহ বিপুল সংখ্যক মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য হাজী ওসমান গনী, বুড়িশ্চর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এস এম ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদ চৌধুরী, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, হাটহাজারী উপজেলা মহিলা দলের নেত্রী সেলিনা আকতার, রেহেনা আকতার রানু, মোরশেদা পারভিন,ফারজানা বেগম,রহিমা বেগম, হুসনে আরা,কোহিনুর, নুরনাহার,রোখসানা আক্তার,জানু বেগম,শাহেদা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাটহাজারীর নারী সমাজের জীবন মান উন্নয়ন ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। অবহেলিত ও সম্ভাবনাময় হাটহাজারীর উন্নয়নে মীর হেলালই একমাত্র যোগ্য নেতৃত্ব বলে উল্লেখ করে তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মীর হেলালের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করতে হবে।”
মহিলা দলের নেত্রীরা স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটার সচেতনতার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
পরে মহিলা কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এলাকার বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার মীর হেলালের ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নেন।
ছবির ক্যাপশন: চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে বুড়িশ্বরে মহিলা দলের উঠান বৈঠক।







