পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাটস্থ পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১৬ নভেম্বর) দুপুরে স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন সিটি করপোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য জি এম আইয়ুব খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাঁচলাইশ সিটি করপোরেশন কিন্ডারগার্টেন শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান ও মূল্যবোধের একটি কেন্দ্র। এই স্কুল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে মনোযোগ দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের ব্যক্তিত্বকে বিকশিত করতে হবে। আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে মনোযোগ দিয়ে চেষ্টা করলে সফলতা অর্জন করা সম্ভব।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের সন্তানদের শুধু ভালো ফল করার জন্য চাপ না দেন, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা এবং অবিভাবকদের পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাক্ষেত্র, ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন।

কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষিকা সাবিনা রোজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী, পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন সিটি করপোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক, রাজনীতিবিদ মোহাম্মদ আবছার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো. মোজাহের আলম, বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা শামীম আরা খানম, স্কুলের শিক্ষিকা নেলী বিশ্বাস, সংগীতা দাশ, বিবি ফাতেমা, সুবর্ণা বড়ুয়া, শাহনাজ বেগম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email