আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি ছিল ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করার একটি প্রজেক্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার একই দিনে, একইসাথে দুই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক শক্তিকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে বিএনপির পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে স্থিতিশীল ও জন কল্যাণ সাধনে বিএনপির কোনো বিকল্প নাই। তাই সবাইকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি রবিবার (১৬ ন‌ভেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে বাগমনিরাম ওয়ার্ডে গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কাজীর দেউরী কাঁচাবাজার, আসকারদী‌ঘির পাড়, সার্সন রোড়, ব‌্যাটারী গ‌লি, চ‌ট্টেশ্বরী রোড়, দামপাড়া ১নং গ‌লি, এম এম আলী রোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফ‌লেট বিতরন ও গণসংযোগ করেন।

তিনি বলেন, বিএনপি সব মত ও পথের মানুষের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতিতে অটল। ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। যারা দেশের স্বাধীনতা চাননি, তাদের হাতে দেশ নিরাপদ নয়। স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্র সংকটে পড়েছে। স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনগণের প্রত্যাশা ব্যাহত হয়েছে। বিএনপির ৩১ দফা এসব সংকটের বাস্তবসম্মত সমাধান এবং টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার রূপরেখা।

বাগ‌ম‌নিরাম ওয়ার্ড বিএন‌পির আহবায়ক সাইফু‌দ্দিন চৌধুরী রা‌শেদ সি‌দ্দিকীর সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য স‌চিব মো. স‌রোয়া‌রের প‌রিচালনায় এতে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, সদস‌্য খোর‌শেদ আলম, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি।বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাধারন সম্পাদক সা‌হেদ বক্স, মো. শাহ আলম, সা‌বেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, সা‌বেক সহ সম্পাদক স‌ফিক আহ‌মেদ, সা‌বেক সদস‌্য র‌ফিক সর্দার, ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক হাজী আবু ফ‌য়েজ, মহানগর কৃষক দ‌লের যুগ্ম আহবায়ক মো. সেকান্দর, ওয়ার্ড বিএন‌পি নেতা শ‌ফিকুল ইসলাম খোকন, জামাল সর্দার, ফজর আলী, ওবাইদুল হক, নাছির উ‌দ্দিন, শামছু‌দ্দৌহা, আবুল কালাম, মো. হো‌সেন, মো. শাহ জাহান, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. ই‌দ্রিস, মো. আনাছ, আবুল হো‌সেন, মেজবাহ উ‌দ্দিন রা‌জিব, মো. শা‌হেদ, নূর উ‌দ্দিন, মো. সাজ্জাদ, মো. মোস্তাক প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email