সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৫ জন নিহত, আহত ১৩

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৫ জন নিহত, আহত ১৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাইরে ছিটকে পড়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতলা এলাকায় বাসটি দুর্ঘটনা কবলিত হয়। এ ঘটনায় ৫ জন যাত্রী মৃত্যু বরণ করে, অর্ধশত যাত্রী আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী সি.ডি.এম বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে। এ সময় গাড়িটি মুচড়ে গিয়ে ৫ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার।

কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাকির রাব্বানী বলেন, দ্রুতগামী যাত্রীবাহী বাসটি বটতলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এ ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে মারা যায়। আহত-নিহতদের নাম ঠিকানা পাননি বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email