সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বেগম খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বেগম খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্চের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে সংক্ষিপ্ত সময়ের ব্যক্তিগত বৈঠক করেন এবং কয়েক মিনিট আলাপ করেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email