
“জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। রাজপথে ১৬ বছর লড়াই করে অর্জন করা ফসল অন্যের গোলায় ভরতে চাইনা। দীর্ঘদিন ভোট দিতে না পারা এদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। শুক্রবার (২১ নভেম্বর ) বিকালে বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এসব কথা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুস বাবুল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, চন্দনাইশ উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহ্ফুজ, উত্তর সাতকানিয়া যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন রাজিব, উত্তর সাতকানিয়া সাংগঠনিক যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক সিকদার, মোঃ ছত্তার, উত্তর সাতকানিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







