মিস্টার চট্টগ্রাম ২০২৫ বডি বিল্ডিং প্রতিযোগিতায় অনুষ্ঠিত

মিস্টার চট্টগ্রাম ২০২৫ বডি বিল্ডিং প্রতিযোগিতায় অনুষ্ঠিত

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মিস্টার চট্টগ্রাম ২০২৫” বডি বিল্ডিং প্রতিযোগিতা। শহরের বিভিন্ন জিম ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত প্রতিযোগীরা নিজেদের শক্তি, গঠন ও দক্ষতার চমৎকার প্রদর্শনী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
প্রধান অতিথি হাসিব আজিজ বিপিএ অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটি ও আয়োজক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। বিচারক মণ্ডলী বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email