চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি দুই দিন স্থগিত

চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি দুই দিন স্থগিত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের বিরোধে আন্দোলনরত ৪৭টি সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকের পর সিসিটি, এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রক্রিয়ার গতকালের অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে সিসিটি, এনসিটিতে শ্রমিকদের স্বার্থহানি হয় এমন কিছু হবে না। এ আশ্বাসের প্রেক্ষিতে আমাদের সোমবার কর্মসূচি দুই দিন স্থগিত করেছি।২২ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বড়পোল, আগ্রাবাদ, সিম্যান্স হোস্টেল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছিলেন তিনি।

বন্দর সূত্র জানিয়েছে, রবিবার বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী সংগঠনের নেতাদের আলোচনায় আহ্বান জানায়। তবে নেতারা জানান—যেকোনো ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল হস্তান্তরের পরিকল্পনা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে আসতে চাচ্ছেন না।
সূত্রটি আরও জানায়, বন্দর চেয়ারম্যান নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email