
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তিযুদ্ধ।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছুদের ঢল নামার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রবেশপত্রও আগেই প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামীকাল ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা, ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং ২০ ডিসেম্বর হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।
আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ২৯ অক্টোবর ২০২৫, যা শেষ হয় ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পাঁচ ইউনিট মিলিয়ে এবার মোট ৬ হাজার ১২৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে কয়েক লাখ। কেবল আইবিএ ইউনিটেই ১২০ আসনের বিপরীতে আবেদন করেছে ১১ হাজারের বেশি শিক্ষার্থী যা প্রতিযোগিতা আরও তীব্র করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে অনুসরণ করা হবে নকলবিরোধী নীতিমালা, এবং সব কেন্দ্রেই থাকবে বাড়তি নজরদারি ও মনিটরিং।
চলতি শিক্ষাবর্ষে ঢাবিতে কাঙ্ক্ষিত আসন পেতে হলে ভর্তিচ্ছুদের সামনে অপেক্ষা করছে কঠিন প্রতিযোগিতা; আর সেই প্রতিযোগিতার সূচনা হচ্ছে আজকের আইবিএ পরীক্ষার মাধ্যমে।







