অশ্রুসিক্ত মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ জেলা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

অশ্রুসিক্ত মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ জেলা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল, মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা পটিয়া বাইতুশ শরফ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে গভীর আবেগঘন পরিবেশে আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা অশ্রুসিক্ত চোখে দেশনেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। এতে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন,“আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি বহুবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। আমরা বিশ্বাস করি, এবারও আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”তিনি আরও বলেন, বাংলাদেশের কোটি মানুষ আজ দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য অশ্রুসিক্ত। মহান আল্লাহ অবশ্যই জনগণের দোয়া কবুল করবেন। এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, নির্বাচনের প্রাক্কালে এবং দেশের কঠিন এই সময়ে দেশনেত্রী বেগম জিয়াকে অত্যন্ত প্রয়োজন। তিনি বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত ও শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর কারাবন্দী ছিলেন, নির্যাতন সয়েছেন এবং পরিবার-পরিজনকে বিসর্জন দিয়েছেন। দেশকে স্বৈরাচারমুক্ত করতে তাঁর অবদান ইতিহাসে অমলিন। লায়ন হেলাল আরো বলেন, “৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হলেও প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে আরও সময় প্রয়োজন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনই দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। এই সময়ে জাতির অভিভাবক হিসেবে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থ হওয়া অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশগ্রহণ করবেন।” দোয়া মাহফিলে দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, প্রার্থনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসার উচ্ছ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য নাজমুল মোস্তফা আমিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন ইফতু, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, শাহাদাত হোসেন সুমন, দেলোয়ার হোসেন, জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন হিরু, আবু জাফর, হারুনর রশীদ, এডভোকেট ফোরকান, নুরুল আমিন মধু, নুরুল আলম কোম্পানী, মোহাম্মদ ফরিদ, সাইফুল ইসলাম খোকন, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার আবির, জসীম উদ্দিন, জাহাঙ্গীর, শফি চেয়ারম্যান ও আলী আকবর, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান ও মোফাচ্ছল হোসেন জুয়েল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email