বায়েজিদ এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে : —মীর হেলাল

বায়েজিদ এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে : ---মীর হেলাল

চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ আরফিন নগর মাঝেরঘোনা এলাকার আজ শুক্রবার দিনব্যাপী এক ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম -৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আনুষ্ঠানিক ভাবে এই চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন।

বায়েজিদ এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে : ---মীর হেলাল

৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ব্যাবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে
চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সৌজন্যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ সেবা দেওয়া হয়। বায়েজিদ এলাকার বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রার্থী এই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে এই সেবা গ্রহণ করেন।

চক্ষু শিবিরে কয়েক শত মানুষকে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শের পাশাপাশি ব্যারিস্টার মীর হেলালের সৌজন্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচন এলেই শুধু কর্মসূচি নয়—বিএনপি বহুদিন ধরে মানুষের কল্যাণে মাঠে-ঘাটে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।”

বায়েজিদ এলাকার অবহেলিত চিত্র তুলে ধরে তিনি বলেন,
“এই এলাকা এখনো সমন্বিত উন্নয়ন থেকে বঞ্চিত। অবৈধ সরকারের ১৭ বছরে এখানে রাস্তা-ঘাট, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ কোনো খাতেই উন্নয়ন হয়নি।এলাকার উন্নয়ন বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, স্বাস্থ্য সেবাসহ পুরো বায়েজিদ ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে ইনশাআল্লাহ।”
৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আজগর, জাহাঙ্গীর আলম বাবু, যুবদল নেতা আবদল কাদের জুয়েল, আবদুর রশীদ টিটু সেচ্চা সেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, আবু সফিয়ান সুমন, নাজমুল হাসান সেলিম, মামুনুর রশীদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email