এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে নভেম্বর মাসে এ দাম ছিল ১ হাজার ২১৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, ঘোষণার দিন সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নভেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ৫৫ টাকা ৫৮ পয়সা থাকা অটোগ্যাসের দাম বাড়িয়ে ডিসেম্বরের জন্য ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email