সাউর্দান মেডিকেল কলেজের ১ম দেশী ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

সাউর্দান মেডিকেল কলেজের ১ম দেশী ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

দেশী-বিদেশী গবেষকদের অংশগ্রহনে ৪ই ডিসেম্বর ২০২৫ সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক ১ম দেশী ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত “SMCH Summit 2025” এ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
সকাল ৮ টায় অনুষ্ঠান শুরু হয়ে দিন ব্যাপি চলে এবং এতে দেশি-বিদেশী বিভিন্ন গবেষকগণ স্বাস্থ‍্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, সর্জারী, গাইনী, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষূ, গণস্বাস্থ্য, বার্ধ্যক্যজনিত রোগ, অনুজীববিদ্যা, মৌলিক চিকিৎসা বিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান‍্য বিষয়ে প্রায় ৬১ টি গবেষণা পত্র উপস্থাপন করেন।
ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন থেকে আগত ০৪ (চার) আর্ন্তজাতিক গবেষক তাঁদের গাবেষণা পত্র উপস্থাপন করেন।
দেশের খ্যাতিমান চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন,বাংলাদেশ মেডিকেল রির্সাস কাউন্সিলের চেয়ারম্যান খ্যাতনামা গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনুরুদ্দ ঘোষ সহ বাংলাদেশের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা পত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকা হতে আগত বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে সাইন্টিফিক প্রজেক্ট “Next Generation Innovators” উপস্থাপন করেন।

গত ১৬.০৯.২০২৫ ইং তারিখ সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক অনুষ্ঠানের মাধ্যমে “SMCH Summit 2025” এর কনফারেন্স লোগো মোড়ক উম্মোচন, থিম উপস্থাপনা ও ব্যানার উম্মোচন এর মাধ্যমে অফিসিয়াল ভাবে কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে আজকে আয়োজন সফলভাবে শেষ হলো।

যাদের অক্লান্ত পরিশ্রমে SMCH Summit 2025 সফলভাবে আয়োজন করা সম্ভাব হয়েছে তাদের মধ‍্যে উল্লেখযোগ্য হচ্ছে সাউর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইর্জিং সেক্রেটারী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সাউর্দান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাউর্দান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ডা. খুরশীদ জামিল , অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিকেল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলম, এছাড়াও বিভিন্ন কমিটির সকল সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সকল চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সর্বত্র সহযোগিতা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email