তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ‘তরেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email