
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, তারেক রহমান যেকোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন। তার প্রত্যাবর্তনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে। তিনি দেশে ফিরে আগামী নির্বাচনে নেতৃত্ব দেবেন এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরবেন না এমন প্রচারণা যারা ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিভ্রান্তি তৈরি করছে। তবে বিএনপি নেতৃত্ব ও সমর্থকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তিনি ফিরেই সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন এবং নির্বাচনকালীন সময় পুরো দলের নেতৃত্ব দেবেন।
রাজনীতিতে ডা. জুবাইদা রহমানের ভূমিকা প্রসঙ্গে আমীর খসরু জানান, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দল এ বিষয়ে কোনো চাপ দিচ্ছে না।
এ সময় খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিদেশ যাত্রা। মেডিকেল বোর্ড যখন উপযুক্ত মনে করবে তখনই তার লন্ডন যাত্রা চূড়ান্ত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খুব শিগগিরই জোটের প্রার্থী ঘোষণা চূড়ান্ত করবে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সংগঠনের নেতাকর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।







