‘সেবা সবার দোরগোড়ায় পৌঁছাবে’—চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

‘সেবা সবার দোরগোড়ায় পৌঁছাবে’—চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে মোট ৪৫ জন উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, ভাতা, পুনর্বাসন সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সহায়তা প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

সমাজসেবা অধিদপ্তরের হঠাৎ দুর্ঘটনা তহবিল থেকে ৫ জনের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের স্মার্ট নাগরিক কার্ড প্রদান করা হয়। বন্যা পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জন পরিবারকে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়।

সমাজসেবার নিয়মিত কার্যক্রমের আওতায় ৫০ জন উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তির চেক ও উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৫ জন বিশেষ সহায়তা পান। এ ছাড়া সরকারি শিশুপারিবার (বালক), পটিয়ার ২৪ জন শিশুর মাঝে ক্রীড়া সামগ্রী, পোশাক, শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রান্তিক পর্যায়ে সব ধরনের সরকারি সেবা পৌঁছে দেওয়া হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য মাঠ পর্যায়ে প্রশাসন পুরোপুরি তৎপর থাকবে।

সরকারি এসব সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email