জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে-সিইসি

জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে-সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন। প্রধান বিচারপতির খাসকামরায় তাঁদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে সিইসি বলেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। যেহেতু প্রধান বিচারপতি এ মাসে অবসরে যাবেন, তাই এটি ছিল তাঁর বিদায়ী সাক্ষাৎ। সিইসি উল্লেখ করেন যে তাঁরা একসাথে কাজ করেছেন।

সিইসি জানান, বিচারপতিরা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনী অনুসন্ধান কমিটি) মোতায়েন করবেন। তিনি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটিকে দ্রুত করার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন।

প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন, এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লায়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন। তবে, মামলা সংক্রান্ত কোনো বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

এর আগে সিইসি সরাসরি নির্বাচন কমিশন (ইসি) থেকে সুপ্রিম কোর্টে আসেন। সুপ্রিম কোর্টে তাঁকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনাররা প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email