
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে বলে জানানো হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক নিঃশব্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর এক অভিজ্ঞান দল, যারা রাষ্ট্রীয় অভিবাদন জানান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে রইলেন তিনি, যেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর নিঃশব্দ অঙ্গীকারে।
এরপর ড. মুহাম্মদ ইউনূস মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে উপস্থিত হন।
মঙ্গলবার সকাল ১১টা ২৬ মিনিটে তিনি জাতীয় প্যারেড স্কয়ার পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম।







