শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক
শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কট দেয় বিক্ষোভকারীরা। ছবি : শেখ ফেরদৌস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহবান জানানো হয়। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য, বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে সমবেত হচ্ছেন। কেউ মিছিল সহকারে কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, এই মূহুর্তে দরকার বিপ্লবী সরকার, লীগ ধর জেলে ভর স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
এদিন সকাল ৭টার পর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা গেছে। সকাল ১০টার দিকে সেখানে গিয়ে প্রায় শ’দুয়েক বিক্ষোভকারীকে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না।
এর আগে ভোরে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email