
টানা দুই সপ্তাহ অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকার পর পুনরায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) তিনি যাত্রা করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করে জানান, তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার প্রত্যাশা নিয়েই তিনি লন্ডন ফিরে গেছেন। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।
বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর পাশে থাকতে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন ডা. জুবাইদা রহমান। বিএনপির মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে হাসপাতালে থেকে খালেদা জিয়ার চিকিৎসাকাজ তদারকি করেন। সম্প্রতি বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তিনি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা অবতরণ করবেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমানের সাথে জুবাইদা রহমান ও তাঁদের মেয়ে জাইমা রহমানও থাকবেন।
ইতিমধ্যেই তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ সংগ্রহ করেছেন। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।







