ওসমান হাদির জানাজা পড়াবেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক

ওসমান হাদির জানাজা পড়াবেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক

জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ নিশ্চিত করেছেন যে, জানাজার নামাজে ইমামতি করবেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে।

জানাজাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে সরকার। এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে তাঁর মরদেহ সরাসরি হিমাগারে নিয়ে যাওয়া হয়। আজ সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ জানাজার জন্য নির্ধারিত স্থানে আনা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির পাশে দাফন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email