দেশে ফিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

দেশে ফিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য পথে ৩০০ ফুটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তারেক রহমানের সংবর্ধনায় তিনি ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবে না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এর পর দিন শনিবার জুলাইযোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির এই আহ্বায়ক তারেক রহমানের দেশে ফেরা ও দলের পক্ষ থেকে অভ্যর্থনা ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email