জিয়াউর রহমানের কবর জিয়ারত ও স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

জিয়াউর রহমানের কবর জিয়ারত ও স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ শুক্রবার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুমার নামাজের পর তিনি শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি।

এর আগে গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানের পরবর্তী দিনের (শনিবার) সূচিও সংবাদমাধ্যমকে অবহিত করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, আগামীকাল শনিবার ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির কবরের পাশে সমাহিত করা হয়েছে। এরপর তারেক রহমান নতুন ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং জুলাই অভ্যুত্থানে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন।

তবে তারেক রহমান ঠিক কোথায় ভোটার হবেন থানা নির্বাচন অফিস নাকি অন্য কোনো দপ্তরে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমানের ভোটার হওয়ার স্থান বা সময় সম্পর্কে এখন পর্যন্ত কমিশনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরার পর তারেক রহমানকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত জনসমুদ্রের সৃষ্টি হয়। আজ ও আগামীকালের এই কর্মসূচিগুলোর মাধ্যমে তিনি দেশে তাঁর রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email