
ঘড়ির কাঁটা বলছে আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই সিলেটে চার-ছক্কার ঝনঝনানি আর গ্যালারি মাতানো উন্মাদনায় পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। অভিজ্ঞ তারকাদের ভীড়ে এবারের আসরে আলাদা নজর থাকবে প্রথমবার ডাক পাওয়া পাঁচ তরুণ ক্রিকেটারের ওপর।
এনসিএল টি-টোয়েন্টি ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে বিপিএলের মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় আছেন শুভ্র, ইফতি, রুবেল, সাকলাইন ও রবিনরা।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে অভিষেক হতে যাওয়া শাকির হোসেন শুভ্রর কাছে এই সুযোগটি স্বপ্নের মতো। গত এক বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার পর এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে তিনি নির্বাচকদের নজরে আসেন।
শুভ্র বলেন, “বিপিএল খেলা আমার স্বপ্ন ছিল। নিজের রান করার চেয়েও দলের জয়ে ভূমিকা রাখা আমার মূল লক্ষ্য।”
রাজশাহীর ডেরায় প্রথমবার ডাক পেয়েছেন চট্টগ্রামের ‘মিস্ট্রি স্পিনার’ মোহাম্মদ রুবেলও। নিজেকে সাকিব আল হাসানের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া রুবেল একাদশে সুযোগ পেলে বল হাতে ভেলকি দেখাতে মুখিয়ে আছেন।
বিপিএলের শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের অংশ হয়েছেন তরুণ ব্যাটার ইফতেখার হোসেন ইফতি। তামিম ইকবালকে আদর্শ মানা এই ক্রিকেটার গত এক বছরের ধারাবাহিকতায় দল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তারকাখচিত দল থেকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সেরাটা দিতে প্রস্তুত তিনি।
অন্যদিকে, নিলামে ৪৪ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সে নাম লিখিয়ে আলোচনায় আসা পেসার আব্দুল গাফফার সাকলাইন টাকার চেয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কলেজ জীবনে দেরিতে ক্যারিয়ার শুরু করলেও প্রিমিয়ার লিগ খেলে আজ বিপিএলের বড় মঞ্চে পৌঁছেছেন তিনি।
চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে প্রথমবারের মতো মাঠ মাতাবেন মাহফিজুল ইসলাম রবিন। বয়সভিত্তিক দল ও ‘এ’ দলে নিয়মিত পারফর্ম করা রবিন বাবার অনুপস্থিতিতে মা ও ভাই-বোনের অনুপ্রেরণায় ক্রিকেটে নিজেকে গড়ে তুলেছেন।
এই পাঁচ তরুণের প্রত্যেকেরই অভিন্ন লক্ষ্যবিপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের দুয়ার খোলা। এখন দেখার বিষয়, সিলেটে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞদের ছাপিয়ে এই নবীনরা কতটা আলো ছড়াতে পারেন।







