বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি : আবুল হাশেম বক্কর

বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি : আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমিক। তিনি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাঁর শাসনামলে দেশে খেলাধুলায় ব্যাপক উন্নতি ঘটেছিল। বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি, আগামীতেও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ হবে না। আজ সোমবার (১৯ জানুয়ারী) নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম মিডিয়া ফুটবল ফেস্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি : আবুল হাশেম বক্কর

এরআগে সকালে প্রথম রাউন্ডের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর শাসনামলে দেশে ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং বিভিন্ন নীতি ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে খেলাধুলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হয়। শহীদ জিয়ার ক্রীড়াক্ষেত্রে নেওয়া পদক্ষেপ এবং দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশে খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে গৃহীত নীতিমালা ও কর্মকৌশল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

সেমিফাইনালের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেন, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঅঙ্গনকে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাই। একটি সুস্থ দেহ একটি মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলাকে বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হবে।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সিজেকেএস সাঁতার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান এমি ও জহিরুল ইসলাম জহিরের যৌথ পরিচালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, মোহাম্মদ আলী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আয়োজক কমিটির সদস্য শেখ সাইদুল ইসলাম ইবেন মীর, নূর হোসেন মামুন, আজীম অনন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।

বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি : আবুল হাশেম বক্কর

খেলার প্রথম রাউন্ডে আটটি দল অংশগ্রহন করে। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে আবুল হাসনাত মিনহাজের নেতৃত্বে শহীদ মোহাম্মদ ফারুক টিম, সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে শহীদ মীর মুগ্ধ টিম, রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম এবং আলীউর রহমানের নেতৃত্বে শহীদ তানভীর সিদ্দিকী টিম অংশগ্রহণ করে। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আলীউর রহমানের নেতৃত্বে শহীদ তানভীর সিদ্দিকী টিম ও রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। ফাইনালে নির্ধারিত সময়ে দুই টিম তিনটি করে গোল করলে খেলা ট্রাইবেকারে ৩-১ গোলে বিজয়ী হয় রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email