শান্তর সেঞ্চুরিতে বড় রান তাড়া করে জিতল রাজশাহী

শান্তর সেঞ্চুরিতে বড় রান তাড়া করে জিতল রাজশাহী

বিপিএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে রাজশাহী। শান্তর সেঞ্চুরিতে সিলেটের রানের পাহাড় টপকে টুর্নামেন্ট শুরু করল রাজশাহী। দলের দায়িত্ব পেয়ে শান্ত এদিন হয়ে উঠলেন অশান্ত। করেন বিধ্বংসী এক সেঞ্চুরিও। তার বিধ্বংসী ইনিংসে ম্লান ইমনের ঝড়ো ইনিংস।

জবাব দিতে নেমে দলীয় ১৯ রানেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। সাহিবজাদা ফারহান থিতু হওয়ার চেষ্টা করলেও ১৯ বলে ২০ রান করে ফেরেন সাজঘরে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখেন। ৩৬ বলে পূর্ণ করেন ফিফটি।

ফিফটির পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন রাজশাহীর দলপতি। সঙ্গে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। শেষপর্যন্ত সিলেটের রানের পাহাড় টপকে তাই উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স।

রাজশাহী জয় নিশ্চিত করে ৮ উইকেট ও ২ বল হাতে রেখে। ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ৩১ বলে ৫১ রান করে জয়সূচক রান এনে দেন মুশফিক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email