চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ডে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব অধ্যাপক একেএম সামছু উদ্দিন আজাদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নীরবতা পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী বন্ধ এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে কাজ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে বোর্ডের বিদ্যমান সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা হবে।

গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন তিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email