ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত আছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

ইসি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলেছে। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

শনিবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই শুনানি কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email