‘দেশের মা-বোনেরা আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘দেশের মা-বোনেরা আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রতি শতভাগ আস্থা আছে, দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই।’

জামায়াতে আমির বলেন, ‘আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email