এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বছরের শীত যেন ঠিকমতো নিজের অবস্থান নিতে পারছে না। কখনো কনকনে ঠান্ডা, আবার কখনো ঝলমলে রোদে বসন্তের ছোঁয়া- এমন অস্থির আবহাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিভ্রান্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। আবহাওয়ার এই অদ্ভুত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি অনলাইনে বেশ সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’-সহজ অথচ মজার এই প্রশ্ন মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
ভাবনার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি নেটিজেনরা। মন্তব্যের ঘরে দেখা যায় হাস্যরস আর কৌতূহলের মিশেল। কেউ লিখেছেন, ‘শেষ হয়ে আবার ফিরে এসেছে।’ আবার কেউ ভাবনার কথার সঙ্গে তাল মিলিয়ে মন্তব্য করেন, ‘শেষ তো হয় নাই, মনে হয় এখনও মুড সুইং চলছে।’
এই ব্যস্ত সময়েও সামাজিক নানা বিষয় নিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন ভাবনা, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী ‘নট আউট’ নাটকের মাধ্যমে দর্শকের নজরে আসেন। পরে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেন।
অভিনয়ের বাইরে এমন হালকা-পাতলা পোস্টেও ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি করতে জানেন ভাবনা- যা আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও তিনি দর্শকদের কাছে সমান আকর্ষণীয়।







