এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আসলাম চৌধুরী সীতাকুন্ড ও নগরীর কাট্টলীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে আসলাম চৌধুরী এফসিএ। মঙ্গলবার রাতে কাট্টলীতে এবং বুধবার সকালে ভাটিয়ারীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং চসিক ৯, ১০ ওয়ার্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন, মিথ্যা প্রোপাগান্ডায় সাম্প্রদায়িত সম্প্রীতি নষ্টের চেষ্টা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। যার যার ধর্মীয় চেতনা ও অনুশাসন মেনে চলার স্বাধীনতা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম। সীতাকুন্ড তীর্থ স্থান সনাতনীদের পবিত্র স্থান। এটার উন্নয়ন ও সমৃদ্ধিতে আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সচেতনতা জরুরী, যা দেশের স্থিতিশীলতার পূর্বশর্ত।
বুধবার সকালে ভাটিয়ারীতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুকুল মিত্র। তাপস করের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইমরোজ সেলিম মিনু, ফজলুল করিম চৌধুরী,ফিরোজুল আলম,রমজান আলী মেম্বার, রতন দাশ, নটন মিত্র,সাধন দাশ,টিটু শীল,নরেন্দ্র পাল,ইঞ্জিঃ রতন রায়,রবি দাশ,শুভ্রত রায়, সাংবাদিক নন্দন রায় প্রমূখ।
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে কল্পতরু সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাম ঠাকুরের স্মরণে ৬০তম সর্বজনীন ধর্মসভা ও মহানামযজ্ঞ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, বিএনপি নেতা আলহাজ্ব রফিক উদ্দিন, শামসুল আলম সেক্রেটারী,আব্বাস রশিদ, ১০ নং উত্তর কাট্টলী বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম,মহসিন তালুকদার, মহানগর যুবদল নেতা শাহেদ আকবর, ফেরদৌস আলম, মোঃ সিরাজ উদ্দিন, ছাত্রদল আকবরশাহ থানা আহ্বায়ক সামির, সদস্য সচিব ফাহিম।
আসলাম চৌধুরী বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে জীবন সুন্দর হয়। পৃথিবীতে কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করেনা। ধর্ম মানুষকে সু-পথে ফেরায়। তাই সবাইকে স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।







