বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক বলেছেন, বাঙালি হিসেবে বেঁচে থাকার উৎস ও প্রেরণা ধারণ করেই আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত। এগুলোই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া দরকার, যাতে আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব আয়োজিত পৌষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মালেক আরও বলেন, পিঠা উৎসব আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের এক অনন্য প্রকাশ। পিঠা শুধু একটি খাবার নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ, গ্রামবাংলার স্মৃতি ও পারিবারিক উষ্ণতার প্রতীক।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, প্রেস ক্লাব সব সময়ই সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যচর্চার পক্ষে কাজ করে আসছে। পিঠা উৎসব তারই একটি ধারাবাহিক ও সুন্দর উদাহরণ। এই আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মিলনমেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, যেখানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে।

পৌষ উৎসবে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলী পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, পৌষ উৎসব কমিটির আহ্বায়ক ডেইজি মওদুদ ও সদস্য সচিব রূপম চক্রবর্তী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী কমিটির সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ।

এ সময় উৎসবকে ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান, এসবি সুমি ও আহমদ নূর মাসুদ। নৃত্য পরিবেশন করেন নিক্ষণ একাডেমির শিক্ষার্থীরা এবং নৃত্য পরিচালনা করেন সেতু বিশ্বাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email