জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৮ জানুয়ারী) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করে ১৫৯ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। পরে যুক্তরাষ্ট্র নারী দল গুটিয়ে গেছে ১৩৮ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান করে।

দলের পক্ষে শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে করেন ৩২ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধাবান নেন ৩টি উইকেট।

১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো ছিল। দলটির দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। ২৩ রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্কোরবোর্ড। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন ৪ উইকেট, এর মধ্যে ৩টিই ১৮তম ওভারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email