বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আংটি বদল করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেই সুখবরটি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

আংটি বদলের সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, মধুমিতা ও দেবমাল্য একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। পরে দুজনেই ক্যামেরার সামনে আংটি প্রদর্শনের মাধ্যমে তাঁদের নতুন সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ছবির ক্যাপশনে মধুমিতা খুব সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে লিখেছেন, ‘শুধুই আমার’।

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনি বেশ নিভৃতচারী হলেও মধুমিতার মতোই ভ্রমণ পছন্দ করেন। দীর্ঘদিন তাঁদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল, যা এখন পরিণয়ে রূপ নিতে যাচ্ছে।

বিয়ের জমকালো আয়োজন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে মধুমিতা ও দেবমাল্যের বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। বিয়েতে দুজনেই চিরায়ত বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

নতুন শুরু এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সেই সংসারের ইতি ঘটে বিচ্ছেদের মাধ্যমে। দীর্ঘ বিরতির পর আবারও দেবমাল্যের হাত ধরে নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email