মানবিক কাজে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে — মেয়র ডা. শাহাদাত

মানবিক কাজে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে — মেয়র ডা. শাহাদাত

তরিকায়ে মাইজভান্ডারীর প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক:)–এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম উরস শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের বিভিন্ন মানবিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়নকৃত সিসিইউ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক কাজে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। মানবতার সেবার মাধ্যমেই একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি জানান, আধুনিকায়নকৃত এই সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে বৃদ্ধি করে ২৩-এ উন্নীত করা হয়েছে এবং প্রথমবারের মতো সিসিইউতে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। এতে সংযোজন করা হয়েছে ২৪টি অত্যাধুনিক পেশেন্ট বেড, ২৩টি পেশেন্ট মনিটর, ৪০টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, ১টি ইকো মেশিন, ২টি ইসিজি মেশিন, ২টি ট্রলি বেড, ১৫টি হুইল চেয়ার ও ২টি ক্র্যাশ কার্ট ট্রলি। এছাড়া আধুনিক এসি ব্যবস্থা, মেডিসিন স্টোরেজ রুম, ডক্টরস স্টেশন, নার্স স্টেশন, ইসিজি রুম ও পেশেন্ট রিসিভিং রুমসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি পূর্ণাঙ্গ সিসিইউ হিসেবে এটি গড়ে তোলা হয়েছে।
মেয়র বলেন, “বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের জন্য এই আধুনিক সিসিইউ হৃদরোগ চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন করবে।” তিনি এ মহৎ প্রকল্প বাস্তবায়নে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আবদুর রব, উপাধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ; ডা. নূর উদ্দিন তারেক, বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ; ডা. নুরুল হুদা চৌধুরী, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি।
এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, উপদেষ্টা, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও সভাপতি, চট্টগ্রাম মেডিকেল ড্যাব; অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, সচিব, ট্রাস্ট; ডা. ইব্রাহীম চৌধুরী, সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিভাগ; ডা. আনিসুল আউয়াল ও ডা. মনজুর মোর্শেদ, সাবেক বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামালুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন; ডা. ইলিয়াছ চৌধুরী, উপপরিচালক; ডা. রুমা দে, সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
ড্যাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. খুরশিদ জামিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, বিএমএ; অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, সভাপতি, চট্টগ্রাম জেলা ড্যাব; ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ড্যাব এবং ডা. এস এম সরোয়ার আলম, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব।
এনডিএফ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুর রহমান, সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ এনডিএফ এবং ডা. এস এম কামরুল হক, সাধারণ সম্পাদক, এনডিএফ। ট্রাস্টের সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাস্টের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাইফুদ্দিন মাহমুদ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ এবং সিসিইউ সম্পর্কে ব্রিফিং প্রদান করেন ডা. এস এম ইফতেখারুল ইসলাম, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email