১২ ফেব্রুয়ারি দেশের ভেতর-বাইরে সবাই পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষায়: সাঈদ আল নোমান

১২ ফেব্রুয়ারি দেশের ভেতর-বাইরে সবাই পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষায়: সাঈদ আল নোমান

 

চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত সংসদপ্রার্থী ও পাট শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, তা প্রতিটি জনপদে চোখে পড়ছে। ১২ ফেব্রুয়ারি দেশের ভেতর-বাইরে সবাই পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষা করছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার পর দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। চারদিকে এক আনন্দ মুখর পরিবেশ দেখা যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি এই দিনটি দেশের ভেতরে এবং প্রবাসীরা সবাই যেন পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষা করছেন।

তিনি ব্যক্তিগতভাবে নিজের সাড়া নিয়ে কথা বলতে চাননি। তবে বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং দেশের প্রতিটি কোণে এটি চোখে পড়ছে।

তিনি প্রবাসীদের অধিকার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গত ৫৪ বছরে আমরা প্রবাসীদের জন্য যা করতে পেরেছি, তা পর্যাপ্ত নয়। আমাদের শপথ নিতে হবে প্রবাসীদের জন্য আলাদা করে তাদের অধিকার নিশ্চিত করা, যাতায়াত থেকে শুরু করে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করা। বিশেষ করে আরব আমিরাতে প্রবাসীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। আমাদের এম্বাসি এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠান সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

সাঈদ আল নোমান শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের কথাও উল্লেখ করেন। বলেন, হালিশহর পাহাড়তলী এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার পাশাপাশি শিক্ষা খাতে এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের আরও কাজ করা হবে। স্কুল-কলেজের উন্নয়ন, সড়ক ও অন্যান্য নাগরিক সুবিধা মানুষের জীবনমানের জন্য জরুরি।

এদিন তিনি নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ওয়াপদা কলোনী মোড় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন।ঈদগাহ, রূপসা বেকারী, বড় পুকুর পার, ধোঁপাপাড়া সহ রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এসবয় শতশত নেতাকর্মী ও সমর্থকরা তার গণসংযোগে ভিড় করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email