
নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার ২০ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ আল-মাদানি রোডস্থ (সুলতান আহমদ সও:) বাই-লেইন এর উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, নগরীর সার্বিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলির অন্য শুলকবহর। চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে বেগবান করতে এ ওয়ার্ডের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
“শুলকবহর ওয়ার্ডে ৬২ কোটি টাকা ব্যয়ে ১১ টি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পাদন হয়েছে এবং ২৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আরো ১৬ কোটি টাকা ব্যায়ে ৩ টি উপ-প্রকল্পের প্রাক্কলন প্রক্রিয়াধীন রয়েছে। মোট ৭৮ কোটি টাকা ব্যয়ে এই ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ’’
ইতোমধ্যে শুলকবহর ওয়ার্ডের রহমান নগর রোড, কসমোপলিটন রোড ও বাইলেইন, আরাকান হাউজিং সোসাইটি রোড, সিডিএ এভিনিউ রোডের বহরদার মসজিদ থেকে মুরাদপুর পর্যন্ত কার্পেটিং কাজ, তোফাজল চৌধুরী বাড়ী সম্মুখ রোড, ফরেস্ট গেইট সংলগ্ন রোড, হুরবাগ আ/এ রোড, গ্রীনভিউ হাউজিং সোসাইটি রোড, নাছিরাবাদ গালর্স স্কুল সংলগ্ন রোড, আজিজ উল্যাহ হাউজিং সোসাইটি রোড, মোহাম্মদ জামান রোড বাইলেইন, আল ফালাহ হাউজিং সোসাইটি মসজিদ রোডের বাইলেইন, আবদুল জলিল প্রাইমারী স্কুল রোড, লেদু সেক্রেটারী রোড, ওয়াফদা রোড, আল মাদানি বাই-সেইন, হাবিব লেইন, মোজাফফর নগর আ/এ রোড, আব্দুল হান্নান রোড, প্রতাশা আবাসিক এলাকা, আরাকান হাউজিং সোসাইটি রোডে আর, সি.সি, রেলিং নির্মাণ, বাটা গলি সংলগ্ন সড়কের ড্রেন ও ফুটপাতের কাজ, রুবি গেইট ইন্ডাস্ট্রিয়াল রোডের ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান মেয়র।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।







