ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগের সিদ্ধান্ত

ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেশ কয়েকজন যুবককে কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল হলে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ‌ও করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email