উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা : ইসি আনোয়ারুল

উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগের অনেক নির্বাচনের তুলনায় চলতি নির্বাচনের পরিবেশ অনেক বেশি ইতিবাচক ও শান্তিপূর্ণ। মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা চলছে উৎসবমুখর আবহে, আর এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো ধরনের শঙ্কা নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো অবস্থাতেই তারা কোনো প্রার্থী বা পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণকে ভোটদানে উৎসাহিত করা। তবে সরকারি কর্মকর্তারা যদি অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হন, সে বিষয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী তারা কেবল ভোটারদের উদ্বুদ্ধ করতে পারবেন, কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচনী মাঠে সহিংসতা বা প্রার্থীদের ওপর হামলার আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, কিছু রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করলেও কমিশনের পর্যবেক্ষণে পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক। গণমাধ্যমের খবর এবং সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে কমিশন নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করছে। যেসব দল বা প্রার্থী অভিযোগ বা পরামর্শ নিয়ে আসছে, সেগুলো গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে হালনাগাদ তথ্য জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় ১২৮টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ১৪৪টি ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় ৯৪টি মামলা হয়েছে এবং মোট জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, এবার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। এর ইতিবাচক প্রভাব মাঠপর্যায়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা আগের নির্বাচনে তেমন দেখা যায়নি।

ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। তবে অধিকাংশ আসনের ফল মধ্যরাত কিংবা শেষ রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কতটি কেন্দ্রে স্থানীয় উদ্যোগে সিসিটিভি স্থাপন করা সম্ভব হয়েছে, তা যাচাই শেষে জানানো হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email