কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য — সাঈদ আল নোমান

কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য — সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনী প্রচারণায় বিশ্বমানের কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নাগরিক সেবা সহজলভ্য করাই তার রাজনীতির মূল লক্ষ্য।

২৮ জানুয়ারি ২০২৬ বুধবার নগরীর পাহাড়তলীর বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সাঈদ আল নোমান এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হলেও এখানকার অনেক মানুষ এখনও বেকারত্ব ও নাগরিক সুবিধার অভাবে ভুগছেন। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নিরাপদ বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে একটি বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। “রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব,”—বলেন তিনি।

নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভোটাররা তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email