চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ২৯ সদস্যের তালিকা প্রকাশ করেন।

এই দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ—তরুণ ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা এবং হোসে ম্যানুয়েল লোপেজ। তবে ইনজুরি এবং নিষেধাজ্ঞার কারণে বাইরে আছেন লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া।

ইতোমধ্যেই ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বাকি দুটি ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও স্কালোনি চান নতুনদের পারফরম্যান্স যাচাই করতে।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ।
শ্রীলংকার টি২০ দলে ভিশেন, নেই হাসারাঙ্গা

আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার।

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি।

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email