এ আই প্রযুক্তি জায়ান্টদের মধ্যে টাকার খেলা, চলছে কর্মী ছিনতাই

এ আই প্রযুক্তি জায়ান্টদের মধ্যে টাকার খেলা, চলছে কর্মী ছিনতাই

বর্তমানে প্রযুক্তি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই। আর এই এআই তৈরি করার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশলী ও গবেষকদের নিয়ে চলছে এক ট্যালেন্ট যুদ্ধ। সিলিকন ভ্যালিতে এই প্রতিযোগিতা এতটাই ভয়াবহ যে, কোম্পানিগুলো তাদের পছন্দের এআই প্রতিভাদের পেতে অবিশ্বাস্য অঙ্কের অর্থ ঢালছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।

ভাবছেন কত টাকা? মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি তাদের এআই ডিভিশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য ২৮৪,০০০ ডলার এবং প্রোডাক্ট ম্যানেজারদের জন্য ২৫০,০০০ ডলার পর্যন্ত বেসিক বেতন অফার করছে। তাদেরই সহযোগী লিংকডইন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩৩,০০০ ডলার পর্যন্ত বেতনের ঘোষণা করেছে। এই বেতন গুলো কিন্তু বোনাস বা অন্যান্য সুবিধা ছাড়া। মেটা এবং ওপেনএআই এর মতো জায়ান্টরা তো আরও এক ধাপ এগিয়ে। তারা এআই গবেষকদের জন্য ৮ মিলিয়ন ডলার থেকে ২০ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৮৮ কোটি থেকে ২২০ কোটি টাকারও বেশি, সমপরিমাণ অর্থ বেতন হিসেবে প্যাকেজ অফার করছে বলে জানা গেছে।

ad-img

এই ‘যুদ্ধ’ এতটাই প্রকট যে, কোম্পানিগুলো একে অপর থেকে কর্মী ছিনতাই করে নিতে দ্বিধা করছে না। সম্প্রতি, মেটা ওপেনএআই থেকে ৩ জন সিনিয়র গবেষককে মাল্টিমিলিয়ন-ডলারের সাইনিং বোনাস দিয়ে ছিনিয়ে নিয়েছে। ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান স্বয়ং এই ধরনের কৌশলের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কেন এই অর্থের খেলা? উত্তর সহজ, এআইই হলো ভবিষ্যৎ, আর যারা এটি তৈরি করতে পারেন তাদের সংখ্যা এখন বিরল। চাহিদা আকাশছোঁয়া হলেও যোগান যথেষ্ট নয়, যা এই আকাশচুম্বী বেতনের প্রধান কারণ। যদিও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। কার্নেগি মেলন, স্ট্যানফোর্ড, এমআইটি এবং অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো এআই শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে প্রতিভার সংখ্যা বাড়াবে এবং তখন এই কর্মী ছিনতাইয়ের যুদ্ধ হয়তো স্থিতিশীল হবে।

তবে আপাতত এই ‘গোল্ড রাশ’ থামছেনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এআই ইঞ্জিনিয়ারদের জন্য এখন এক ঐতিহাসিক সময়, যেখানে বেতন বাড়ছে, সুযোগ সুবিধা বাড়ছে, এই প্রতিভাবান কর্মীরা সেদিকেই ঝাঁপিয়ে পড়ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email