মোবাইল ফোন বন্ধের বিষয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর দিলো সরকার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোবাইল ফোন বন্ধের বিষয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর দিলো সরকার

দেশের বাজারে ছড়িয়ে থাকা ক্লোন ও নকল আইএমইআই যুক্ত মোবাইল ফোনগুলো এখনই বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর পর বিপুল সংখ্যক অবৈধ ও নকল হ্যান্ডসেট শনাক্ত হলেও সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থা সচল রাখতে সেগুলোকে ‘গ্রে’ তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ‘১১১১১১১…’, ‘০০০০০০০…’ বা ‘৯৯৯৯৯৯৯…’-এর মতো অস্বাভাবিক প্যাটার্নের লক্ষ লক্ষ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল রয়েছে। শুধু ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ এই একটি আইএমইআই নম্বরের বিপরীতে গত ১০ বছরে প্রায় ৩ কোটি ৯১ লাখ সংযোগের তথ্য পাওয়া গেছে।

এসব ডিভাইসের রেডিয়েশন টেস্ট বা নিরাপত্তা যাচাই না হলেও, হঠাৎ করে ফোনগুলো বন্ধ করে দিলে জনজীবনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই জনস্বার্থে ফোনগুলো সরাসরি ব্লক না করে ‘গ্রে’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মোবাইল অপারেটররা বর্তমানে স্মার্টফোন এবং সিম-সংযুক্ত আইওটি (যেমন সিসিটিভি) ডিভাইসের আইএমইআই আলাদাভাবে শনাক্ত করতে পারছে না। ফলে সব ডিভাইস একযোগে বন্ধ করলে গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা ব্যাহত হতে পারে। সরকার এখন বৈধভাবে আমদানিকৃত আইওটি ডিভাইসগুলোকে আলাদাভাবে ট্যাগ করার উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে কোনো কঠোর পদক্ষেপ নিতে চায় না। তবে পর্যায়ক্রমে ডাটাবেজ তৈরি করে আইএমইআই শৃঙ্খলায় আনা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email