চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে সিডিডিএল-এর নতুন মাইলফলক

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে সিডিডিএল-এর নতুন মাইলফলক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি আগস্ট মাসে একদিনে পরপর দুটি মাইলফলক গড়ার মাধ্যমে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে।

গত ৭ জুলাই থেকে এনসিটির ২, ৩, ৪ ও৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিডিএল-এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ টিমের কারণে জাহাজ আগমন, কন্টেইনার ডেলিভারি, কাস্টমস অ্যাপ্রাইজাল এবং গেট অপারেশনসহ প্রতিটি পর্যায়ে উন্নতি লক্ষ্য করা গেছে। এছাড়াও, বন্দরের সার্বিক কার্যক্রমে নিরবিচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে এই প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ২০২৫, এনসিটিতে একদিনে ৫,০১৯ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে একটি নতুন রেকর্ড গড়ে সিডিডিএল। এর মাত্র তিন দিন পর, ৩১ আগস্ট, প্রতিষ্ঠানটি আগের রেকর্ড ছাড়িয়ে একদিনে ৫,০৬১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইলফলক অর্জন করে।

সামগ্রিকভাবে আগস্ট মাসে এনসিটিতে মোট ৭৫,৫৮৭ টি কন্টেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে, যার পরিমাণ টিইইউএস হিসেবে ১,২২,৫১৭, যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কন্টেইনার হ্যান্ডলিং-এ সর্বোচ্চ রেকর্ড। এমন উল্লেখযোগ্য অগ্রগতি চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সিডিডিএল-এর এই সফলতা শুধু আমদানি-রপ্তানি খাতেই গতি আনবে না, বরং দেশের ব্যবসাবান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও। বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email